খুলনা মহানগরীর দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মো. ফারুক (২৫) নামের আরেক শ্রমিক আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দৌলতপুর সবুজসংঘের মাঠ এলাকায় নির্মানাধীন তিনতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দুই শ্রমিক গুরুতর অসুস্থ হয়। তাদেরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন