রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হল- সোহেল রানা (২৫), ইসরাফিল (২৬) ও ফরহাদ (২০)।
আজ রাতে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা পশ্চিম থানাধীন জসীম উদ্দিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিতাইকৃত বেশ কিছু টাকা ও ছুরি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার