রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় দলের আরো দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই এসআই।
বিডি প্রতিদিন/০৬ এপ্রিল ২০১৮/এনায়েত করিম