সাভারের গেন্ডা এলাকায় একটি টাইলস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, মধুমতি টাইলস লিমিটেড কারখানার বেল ও পাত থেকে টাইলস তৈরির ১ তলা কারখানায় হঠাৎ আগুন লাগে। পরে খবর পেয়ে সাভার ও আশুলিয়ার ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে সাভার মডেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে মধুমতি টাইলস লিমিটেড কারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোরশেদ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এখনো যানা যায়নি।
এবিষয়ে ফায়ার সার্ভিস কমান্ডার এ আর দেশ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল