গাজীপুর ও খুলনা সিটিতে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন। গাজীপুর সিটিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমউল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নয় জন।
অন্য প্রার্থীরা হলেন, সাইফুল ইসলাম, মতিউর রহমান, কামরুল আহসান সরকার রাসেল, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিমুদ্দিন, আবদুর রব নয়ন, ওয়াজেদ মিয়া।
খুলনা সিটিতে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবলীগের আহ্বায়ক সরদার আনিসুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই কয়জনই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী রবিবার দলীয় প্রার্থী চড়ুান্ত করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন