কুমিল্লায় কলেজছাত্র সাগর হত্যা মামলার প্রধান আসামি রনিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৬ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে আসামি রনিকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল।
তিনি বলেন, আজ বেলা ১১টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার (৪ এপ্রিল) কুমিল্লা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর দত্তকে (১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাগর কুমিল্লার শহরের রেসকোর্স এলাকায় বিএইচ ভূঁইয়া হাউজের নিচ তলায় ভাড়া থাকতেন। বুধবার সকালে সাগরের গলাকাটা মরদেহ ও সজীব সাহা নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/হিমেল