বরিশালে শেষ মুহূর্তে বিএনপি’র বিভাগীয় সমাবেশের অনিশ্চয়তা কেটেছে। কয়েকদিন ধরে অনিশ্চয়তার পর শুক্রবার রাত ১১টার পর নগরীর বান্দ রোডে হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ মাঠে বিএনপি’কে বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। প্রস্তুতির জন্য স্বল্প সময় পাওয়ায় ওই রাত থেকেই ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক প্রস্তুতি শুরু করে স্থানীয় বিএনপি। আজ শনিবার বেলা ১২টা মধ্যে সমাবেশ স্থল পুরোপুরি প্রস্তুত করার কথা বলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া।
এদিকে পুলিশের পক্ষ থেকে শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হলেও জনসমাগম ঠেকাতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ। তিনি বলেন, হিজলা, মেহেন্দিগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া এবং পিরোজপুর থেকে নেতাকর্মীদের বরিশাল আসতে বাধা দিচ্ছে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাসহ পুলিশ প্রশাসন। বাঁধা সত্ত্বেও বরিশাল আজ সমাবেশের নগরী হবে বলে আশা করেন সাবেক এমপি মেজবা।
অপরদিকে অনুমতি দেওয়ার পরও নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী করে আতংক সৃস্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/হিমেল