রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে ব্যাংক কর্মকর্তা, কোচিং সেন্টার সংশ্লিষ্ট ব্যক্তিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ঢাকা মহানগর উত্তর) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেছে।
অভিযানের বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন