বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৫১২ নম্বর কেবিনে রেখে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চেকআপ করা হবে বলে জানা গেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ-তে আনা হয়। এ সময় খালেদা জিয়াকে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ৫১২ নম্বরে কেবিনে। সেখান থেকে বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে বেলা সোয়া ১১টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর হাসপাতালের পথে রওনা দেয়।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৮/মাহবুব