বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সময় নেতাকর্মীদের জমায়েত থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে তাদেরকে আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময় বিএনপির বেশকিছু নেতাকর্মী শাহবাগ এলাকায় স্লোগান দিয়ে একসঙ্গে জড়ো হয়। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন