খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়ার মাজিরগাতি নামক স্থানে যাত্রীবাহি বাস, মাহেন্দ্র ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ভ্যানচালক আসাদুর মোড়ল (৩৫), ভ্যানের যাত্রী নারায়ন মন্ডল (৫৫) ও স্কুল ছাত্র সাকিবুল ইসলাম (১১)। তাদের বাড়ি উপজেলার গুটুদিয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার কয়রা উপজেলা থেকে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে আসার পথে দ্রুতগতির বাস (ঢাকা মেট্রো চ-৮০৭৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রের সাথে বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছে। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। তিনি বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন