বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রগতির পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় কামরুল ইসলাম বলেন, ‘আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন। একজন রাজনৈতিক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কারাবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।’
সংগঠনের উপদেষ্টা জাকির আহমদের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম