রাজধানীর পল্লবীতে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় ছেলে ও মায়ের মৃত্যুর পর এবার না ফেরার দেশে বাবা মানিক মিয়া (৩৫)।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে পল্লবীতে গ্যাসলাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে শিশু তামিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বুধবার দুপুরে মিনা বেগম মারা যান। আর বৃহস্পতিবার সকালে মারা গেলেন শিশুটির বাবা মানিক মিয়া।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৮/মাহবুব