জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদা।
দুই সিটি নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের শুরুতে দেওয়া স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।
সিইসি বলেন, সংসদ নির্বাচন আমাদের অতি সন্নিকটে। তার আগে ঢাকার নিকটবর্তী গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন। এই দুটি নির্বাচন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কমিশন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সহযোগিতায় অতীতে যেভাবে স্থানীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছে। আগামী নির্বাচনও সফল হবে বলে আমরা আশাবাদী। এ ব্যাপারে আমরা আপনাদের পরামর্শ চাচ্ছি।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৮/মাহবুব