নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক মন্ত্রী এম শামসুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ঢাকার জানাজা সম্পন্ন হয়।
জানাজা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আমিনুল হক, আহমেদ আজম খান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, এহসানুল কবির, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, এমএ মালেক, আবদুস সালাম আজাদ অংশ নেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় শামসুল ইসলামের কফিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
নয়াপল্টনে আনার আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, শহীদুল হক জামাল, নাজিমউদ্দিন আলমসহ সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সেখানে জানাজায় অংশ নেন।
পরে ডেপুটি স্পিকার ফুল দিয়ে শামসুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন