রাজধানীর রামপুরায় পূর্ব শত্রুতার জের ধরে আশিকুর আলম রিপন (২৮) নামে এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
রিপন রামপুরা ৯৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তিনি পূর্ব রামপুরা এলাকায় থাকেন।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে কোনো কাজে জন্য রামপুরা পূর্ব বনশ্রী সি ব্লকের শেষ মাথায় যান রিপন। এ সময় খিলগাঁও ভূঁইয়া পাড়ার বিল্লালসহ তার সহযোগীরা রিপনকে মারধরসহ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রিপনের বুকে আঘাত থাকায় ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/হিমেল