মাওলানা সা’দ কান্ধলভীর বক্তব্যকে কেন্দ্র করে তাবলীগ জামাতের কেন্দ্রস্থল বলে পরিচিত রাজধানীর কাকরাইল মসজিদে মাওলানা জুবায়ের এবং সুরা সদস্য ওয়াসিফুল ইসলামের গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মাওলানা জুবায়ের গ্রুপকে মসজিদের বাইরে নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বলেন, আমরা খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাকরাইল মসজিদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের দুই গ্রুপকে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা দুই গ্রুপের সঙ্গে বসবো।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন