বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহারসহ তার মুক্তির দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা যুবদল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের কঠোর বেষ্টনিতে বিক্ষোভ সমাবেশ করে জেলা যুবদল।
দক্ষিণ জেলা যুবদল সহসভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ এএইচএম তছলিমউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলুসহ অন্যান্যরা। সমাবেশ শেষে জেলা যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করলে অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে পুলিশের বাধার মুখে পড়ে।
এদিকে একই দাবিতে সকাল ১১টায় একই স্থানে পুলিশের বেষ্টনিতে বিক্ষোভ সমাবেশ করে মহানগর যুবদল। সংগঠনের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সহসভাপতি সাজ্জাদ হোসেন সাজ্জাদ এবং মাকসুদুর রহমান মাকসুদসহ অন্যরা।
সমাবেশ শেষে মহানগর যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হলে সেটিও পুলিশের বাধার মুখে পড়ে। এ নিয়ে যুবদল নেতৃবৃন্দের সাথে পুলিশের বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল করতে পারেনি মহানগর যুবদল।
যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল উপলক্ষ্যে বিএনপি দলীয় কার্যালয়সহ সদর রোডের আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/হিমেল