বরিশালের উজিরপুরের সাতলা বাজারে অ্যানড্রয়েড ফোনসেটসহ নিখোঁজের এক রাত পর এক শিশুর রক্তাত্ব লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ফাইম বিশ্বাস নামে ১১ বছর বয়সের ওই শিশু একটি দামি অ্যান্ড্রয়েড সেটসহ নিখোঁজ হয়।
শনিবার সকালে সাতলা বাজারের একটি দোতালা ভবনের ছাদে তার রক্তাত্ব লাশ আবিস্কার করে শিশুটির বড় বোন নুবানা বিশ্বাস। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে। নিহত ফাইম উত্তর সাতলা এলাকার মোশারেফ বিশ্বাসের ছেলে এবং স্থানীয় সাইদিয়া কওমী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিলো।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, পরিবারের কোন সদস্যের একটি দামি অ্যান্ড্রয়েড সেট নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় শিশু ফাইম। তার হাতের দামি সেটটি দেখে লোভ হয় অজ্ঞাত কোন দুস্কৃতিকারীর। পরে শিশুটিকে ফুসলিয়ে সাতলা বাজারের মো. সান্টু ও রহিম বিশ্বাসের মালিকানাধীন দোতালা ভবনের ছাদে নিয়ে যায় অজ্ঞাত ওই দুস্কৃতকারী। সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মুঠোফোনটি নিয়ে পালিয়ে যায়।
ওসি শিশির জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মুখমন্ডল রক্তাত্ব অবস্থায় শিশু ফাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনাস্থলে শিশুটির ছড়ানো ছেটানো স্যান্ডেল ও জামা কাপড় জব্দ করা হয়েছে। ওই ঘটনার পর থেকে উল্লেখিত মুঠোফোনের সিমটির সংযোগ বন্ধ রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/হিমেল