বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয় হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জন্য হলুদ কার্ড। এর পরের নির্বাচন (জাতীয় সংসদ নির্বাচন) হবে লালকার্ড।
দুই সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে শনিবার গাজীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগে গিয়ে এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে। কেননা, তারা ও দলীয় নেতাকর্মীরা ওই ভোটকে কেন্দ্র করে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে একত্রিত হয়। কিন্তু মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখায় দেশের রাজনৈতিক অবস্থা এখন খুবই খারাপ।
দেশের আইনশৃঙ্খলারও খারাপ অবস্থা বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বর্তমানে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই, দেশের জনগণ নিরাপত্তার অভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না।
বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আগামী ১৫ মে গাজীপুর ও খুলনার মানুষ রায় দেবে। গতবারের মতো এবারও এই দুই সিটিতে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় হবে। আর বিএনপি প্রার্থীদের এই বিজয় হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জন্য হলুদ কার্ড। এর পরের নির্বাচন (জাতীয় সংসদ নির্বাচন) হবে লালকার্ড।
গাজীপুর ও খুলনায় ভোট গ্রহণ হবে আগামী ১৫ মে। খুলনায় বিএনপির প্রার্থী করা হয়েছে নজরুল ইসলাম মঞ্জুকে। আর গাজীপুরে প্রার্থী হয়েছেন হাসান উদ্দিন সরকার। এই দুই সিটিতে দলীয় প্রতীকে ভোট হবে।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম