ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্লানিং রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং সহকারী পুলিশ কমিশনার উখিংমেকে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-ট্রাফিক দক্ষিণ হিসেবে বদলি করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/আরাফাত