রাজধানীর হাজারীবাগে যৌতুক না পেয়ে গৃহবধূ মারুফাকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ তার স্বামী সুজনের বিরুদ্ধে। শনিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ অভিযোগ সুজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাত অাড়াইটার দিকে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে অাহত করে স্বামী সুজন। পরে অাহতাবস্থায় ঢামেকে ভর্তি করা হয়। কিন্তুু অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিউরো সার্জন বিভাগে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যায়।
নিহতের স্বজন জুয়েল জানান, মারুফার স্বামী সুজন পেশায় প্রাইভেটকার চালক। সে প্রাইভেটকার কিনে ভাড়ায় চালানোর জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে। কিন্তু স্ত্রী টাকা দিতে না পারায় গতকাল তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে মারুফাকে পিটিয়ে আহত করে তার স্বামী।
ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৮/হিমেল