মজুরি কমিশন বাস্তবায়ন, বদলি শ্রমিক স্থায়ীকরণ ও বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ করেছে।
আজ রবিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে রাজপথ-রেলপথ অবরোধ করেন। একই সময় আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ণ ও আলীম জুট মিলের শ্রমিকরা মিলের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। রাষ্ট্রায়াত্ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়।
সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক দ্বীন ইসলাম জানান, খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ রেখে নতুন রাস্তা মোড়ে রাজপথ-রেলপথ অবরোধ করে। এসময় শ্রমিকরা ১১ দফা বাস্তবায়নের দাবিতে স্লোগান দেয়। ফলে সড়কের দু’পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানায়, দাবি না মানা হলে আগামী ৪ মে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৮/ফারজানা