খুলনা মহানগরীর সামছুর রহমান রোডে পুরাতন ভবনের ছাদ ধসে মা ও মেয়েসহ ৩ জন আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, মহানগরীর সাতরাস্তা মোড় এলাকার বাসিন্দা মো. নূর আলমের স্ত্রী নুরী বেগম (৩৮), মেয়ে নুরানী (৯) ও অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ (৬০)।
জানা যায়, পুরাতন যুবক ভবনের (সরস প্রেস) দ্বিতীয় তলার ছাদের একাংশ ভেঙ্গে নীচে পড়লে এই ৩ জন আহত হয়। এসময় ভবনের নীচে থাকা মোটরসাইকেল (খুলনা মেট্রো হ ১৩-০৯১৩) ইট-সুরকির নীচে চাপা পড়ে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন