রাজশাহীর একটি বালুঘাট থেকে আটটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কাটাখালি পৌরসভার শ্যামপুর বালুঘাট থেকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। তবে সেখান থেকে কাউকে আটক করা হয়নি।
বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যাগে বোমাগুলো রাখা ছিল বলে জানান মহানগর পুলিশের কাটাখালি থানার ওসি মেহেদী হাসান।
ওসি বলেন, অস্ত্র মজুদ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে শ্যামপুর বালুঘাটে অভিযান চালালো হয়। এ সময় বালুঘাটের টোল ঘরের পাশে একটি ব্যগে পরিত্যাক্ত অবস্থায় ৮টি হাতবোমা পাওয়া যায়। বালুঘাট নিয়ে দুইপক্ষের বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে সেখানে বোমা মজুদ করা হয়েছিল বলে এই পুলিশ কর্মকর্তার ধারণা।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/হিমেল