রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গী হামলায় নিহত দমকল কর্মী আবদুল মতিনের পরিবারকে সম্মাননা দেয়া হয়েছে।
শুক্রবার আন্তজার্তিক দমকল কর্মী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পরিবারটিকে এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এসএম আবদুল কাদের নিহত আবদুল মতিনের স্ত্রী ও সন্তানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দমকল বাহিনীর কর্মীরা মানুষের জীবন বাঁচাতে কাজ করেন। অনেক সময় নিজেদেরই জীবন দিতে হয়। নিহত দমকল কর্মী আবদুল মতিন এমনই একজন মানুষ। দেশের জন্য তার অবদান নিশ্চয় মানুষ মনে রাখবে। ফায়ার সার্ভিসও তার অবদান স্বীকার করে তাকে যথাযথ মর্যাদা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১১ মে রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুর গ্রামের একটি বাড়িতে অপারেশন ‘সান ডেভিল’ পরিচলনা করে পুলিশ। এতে পাঁচ জঙ্গী নিহত হয়। অভিযানের শুরুতে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু এতে সাড়া মিলছিল না। পুলিশ তখন দমকল বাহিনীর কর্মীদের দিয়ে পানি ছিটিয়ে বাড়ির একপাশের মাটির দেয়াল ধসিয়ে দেয়ার কাজ শুরু করে। এ সময় ওই বাড়ি থেকে পাঁচ জঙ্গি বের হয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের ওপর হামলা চালায়। দমকল বাহিনীর কর্মী আবদুল মতিনকে হাঁসুয়া দিয়ে নির্মমভাবে কোপান এক নারী জঙ্গি। এতে আবদুল মতিন নিহত হন। গোদাগাড়ীর মাটিকাটা ভাটা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন