বিএনপি এখন নানা শর্ত দিলেও নির্বাচনের আগে সব মেনেই একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।
কামরুল বলেন, ‘আমরা বুঝতে পারছি, তারা (বিএনপি) পানি ঘোলা করে খাবে। তারা হয়ত শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, আমরাও সেটা চাই।’
তিনি আরও বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কোনো সঙ্কট নেই। নির্বাচন নিয়ে কোনো আলাপ-আলোচনা বা সমঝোতার প্রশ্নই আসে না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (কেন্দ্রীয় কমিটি) এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের উপদেষ্টা দাস অনুষ্ঠানে লায়ন চিত্তরঞ্জন সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,খ্যাতিমান অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা হাবিব উল্লাহ রিপন, বৃষ্টি সরকার ও দিলীপ সরকার বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/০৫ মে ২০১৮/এনায়েত করিম