এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। গতবার ছিল ৯০.৭০ শতাংশ। সেই হিসেবে এবার রাজশাহীতে পাশের হার কমেছে ৪ দশমিক ৬৩ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৪৯৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৩৪৯ জন। এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯৪ হাজার ৫৪৩ জন।
রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট এক লাখ ৬৬ হাজার ৯৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ৫১ হাজার ৪০৬ জন।
২০১৬ সালে এক লাখ ৫২ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছিল এক লাখ ৪৫ হাজার ৫১৮ জন। সেবার পাশের হার ছিল ৯৫ দশমিক ৭০ ভাগ।
শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার সরকার জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে দুই হাজার ৬৩২টি স্কুল থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ২৩২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোথাও বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে গতবারের চেয়ে এবার বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার মাত্র ১৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। তবে গতবারের চেয়ে এবার শতভাগ পাসের স্কুলের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪২৯টি। গতবার এ সংখ্যা ছিল ৮০০টিতে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন