সাভারে একটি তৈরী পোশাক কারখানার ভিতরে ৪ শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার অন্যান্য শ্রমিকরা।
রবিবার দুপুরে সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় অবস্থিত একটি কারখানায় এ ঘটনা ঘটে।
দুপুরে খাবার খেয়ে মেশিনে এসে কাজ করতে বসলে কিছুক্ষণ পরই তার মাথা ব্যাথা ও বমি হতে থাকে। এসময় তাকে কারখানার নিজস্ব মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ব্যাথার ওষুধ দেন। ওষুধ খাওয়ার পরও তার শরীর ঠিক না হওয়ায় ৪ শ্রমিককে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা দোষীদের বিচারের দাবিতে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে বিচারের আশ্বাস দিয়ে শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার ছানা শামিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এছাড়া যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন