রাজধানীর মোহাম্মদপুরে একটি খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সেই শিশু নাম-ঠিকানা আপাতত জানতে পারেনি পুলিশ। গত শুক্রবার বিকালে দিকে ঘটনাটি ঘটে।মৃত শিশুর পরনে ছিল থ্রি-কোয়াটার একটি ট্রাউজার।
মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন জানান, রায়েবাজার কবরস্থানের পাশে একটি খালে কয়েকজন শিশু মিলে গোছল করার সময় তাদের মধ্যে অজ্ঞাত সেই শিশু খালের পানিতে তলিয়ে যায়। স্থানীয় অনেকে সেই খালে ঝাপিয়ে পরে শিশুটির সন্ধানে। পরে অনেক খোজা খুজির পরে শিশুটি অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে শিকদার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, পুলিশ সংবাদ পেয়ে রাত ৮টার দিকে হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সরোয়ারী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর