রাজধানীর গুলশানে একটি অফিসের বাথরুম থেকে আজ আইরিন সুলতানা (২৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইরিন বংশাল সিদ্দিক বাজার এলাকার শরিফ উদ্দিন আহমেদের মেয়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে জানিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, আইরিন গুলশান-১ এভিনিউ রোডের ৩৮ নম্বরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেলিফোন অপারেটরের কাজ করতেন। শনিবার (৫ মে) সকালে আইরিন অফিসে আসেন। পরে অফিসের ভেতরে তিনি অসুস্থ হয়ে কয়েকবার বমিও করেন। পরে তাকে দেখতে না পেয়ে অফিসের লোকজন অফিস বন্ধ করে চলে যায়। এদিকে আইরিন বাসায় না ফেরায় পরিবারের লোকজন গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে অফিসের সুইপার বাথরুম পরিষ্কার করতে গিয়ে সেখানে আইরিনের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার