চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জয়নগর পাড়ার সিরাজ মিয়ার মেয়ে রোমানা আক্তারকে (১৫) ‘পিটিয়ে হত্যার’ অভিযোগে তিন সৎ ভাইকে গ্রেফতার করেছে পু্লশি। গত শনিবার মধ্যরাতে এ ঘটনা হলেও আজ রবিবার সকালেই তা প্রকাশ পায়।
গ্রেফতারকৃতরা হলেন- রোমানার বড়ভাই মোস্তাক, মোক্তার ও আক্তার। তারা রোমানার সৎ ভাই বলে পুলিশ সাংবাদিকদের জানান। রোমানা আক্তার স্থানীয় চাম্বল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, ‘রোমানার সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সৎ ভাইয়েরা তার সেই প্রেমের সম্পর্কে মেনে নেয়নি। এত রোমানাকে বাধা দেওয়ার পরও তাদের কথা না শোনায় তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমানা আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন গ্রেফতারকৃত সৎ ভাইয়েরা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার