গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
জাপা চেয়ারম্যানের বনানী অফিসে রবিবার বিকেলে স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষির্কীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় নেতাকর্মীদের দলের চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও এসএম ফয়সল চিশতী প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব