রাজধানীর কামরাঙ্গীচরের নির্মাণাধীন একটি ভবনের ২ তলার সিঁড়ি থেকে পড়ে শামিম আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত শামিম শরিয়তপুর নড়িয়া উপজেলার কৃষক রিপন মিয়ার সন্তান।
রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। শামিম তার মা-সিমা আক্তারসহ তার মামা আকবর হোসেন বিপ্লবের সঙ্গে কামরাঙ্গীচর চৌরাস্তা হাজিরঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতো।
শামিমের মামা বিপ্লব জানান, স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সে। ওই ভবনের ২ তলার সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে শামিম নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর