বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি গতকাল সোমবার সকালে পৃথক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ও সহ সভাপতি সরদার রফিকুল ইসলাম রুনুসহ অন্যান্যরা।
এর আগে, সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খান এবং আসাদুজ্জামান মুক্তা সহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে কারান্তরীণ অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।
এদিকে, বিএনপি’র সমাবেশ উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব