গাজীপুরে সিটি নির্বাচনে স্থবিরতা থাকলেও খুলনায় প্রচার-প্রচারণায় সোমবার ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর ২৩, ২৪ ও ২৫নং ওয়ার্ডের বিভিন্নস্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নগরীর দৌলতপুরে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে পথসভায় বক্তৃতা করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া দু’দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠন নিজেদের প্রার্থীর সমর্থনে আলাদাভাবে নগরীতে প্রচারণা চালিয়েছেন।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সোমবার সকালে ২৩নং ওয়ার্ডের সামছুর রহমান রোড থেকে গণসংযোগ শুরু করেন। এরপর বাইতিপাড়া, শান্তিধাম মোড় হয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকা, ২৪নং ওয়ার্ডে গল্লামারী মোড়, নিরালা তাবলিগ মসজিদ, ব্যাংক স্টাফ কলোনী, বুড়ো মৌলভীর দরগাহ, কাশেম নগর, হাজী মুজিবর রহমান সড়ক, শের-এ বাংলা রোডে ব্যাপক গণসংযোগ করেন। পরে তিনি তাবলিগ মসজিদ মোড় ও কাঁচাবাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সিটি করপোরেশনে অধিকাংশ সময় বিএনপির মেয়র থাকলেও নগরীতে দৃশ্যমান উন্নয়ন হয়নি। বরং সিটি করপোরেশনকে তারা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। আমি ৫ বছর দায়িত্ব পেয়ে কেসিসিকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করেছিলাম। রাস্তাঘাট সংস্কার ও প্রশস্তকরণসহ দৃশ্যমান অসংখ্য উন্নয়ন কাজ করেছি।
এসময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্সি আইয়ুব আলী, কাজী মমরেজ উদ্দিন আহমেদ চাঁদ, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফায়েজুল ইসলাম টিটে।
অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকাল ৮ টায় ৬নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন। স্থানীয় জনগন ও ব্যবসায়ী, পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেন। এরপর কবির বটতলা, শাহপাড়া, মজুমদার পাড়া, ফকির পাড়া, আফিলউদ্দিন স্কুল, সেভ এন্ড সেফ এলাকায় গণসংযোগ করেন। এরপর ৪নং ওয়ার্ডের চনুর বটতলা, দেয়ানা দক্ষিণপাড়া, মোড়লপাড়া, বন্দপাড়া, আসাদের মোড় হয়ে দুপুরে পাখির মোড়ে গণসংযোগ শেষ করেন।
নগরীর দৌলতপুরে ৪ ও ৬নং ওয়ার্ডে পথসভায় তিনি বলেন, ‘এই শহরে কারা মাদক ব্যবসা করে, কারা তাদের গডফাদার, কারা তাদের লভ্যাংশভোগী তা’ সবার জানা। পত্রপত্রিকায় তাদের ছবি ছাপা হয়েছে। শিরোনামে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। ১৫ মে জনগণের রায়ে মেয়র নির্বাচিত হতে পারলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো।
এসময় সিনিয়র আইনজীবী বজলুর রহমান, বিজেপি সভাপতি লতিফুর রহমান লাবু, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, জামায়াতের সহকারী সেক্রেটারি খান গোলাম রসুল, থানা বিএনপি সভাপতি শেখ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
প্রচারণায় কেন্দ্রীয় নেতারা:
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন সোমবার নগরীর ডাকবাংলা মোড়, নিরালা আবাসিক এলাকায় গণসংযোগ করেন। তিনি উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আজ সকালে তিনি ২২নং ওয়ার্ডের ১নং কাস্টম ঘাট, নতুন বাজার, বাঁশ পট্টি, কাগজী লেন, দাদাজী কলোনী, মাছ বাজার ও সংলগ্ন সকল এলাকায় গণসংযোগ করেন।
এসময় তার সাথে বিএনপির নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. ওবাইদুল ইসলাম, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট মহাসচিব অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, অধ্যাপক ডা. সেখ মো. আখতার উজ জামান, ডা. মোস্তফা কামাল, ডা. এম এ লতিফ, ডা. শওকত আলী লস্কর উপস্থিত ছিলেন।
বিএফইউজে’র প্রচারণা :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল খুলনার সুষম উন্নয়নের স্বার্থে তালুকদার আব্দুল খালেকের মতো সৎ ও কর্মঠ মানুষকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি সোমবার বেলা ১১টায় নগরীতে সাংবাদিক সমাজের প্রচারাভিযানে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অফিস, ব্যাংক-বীমা এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, এস এম নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সুবীর রায়, কেইউজে’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সিনিয়র সাংবাদিক এ্যাড. ফরিদ আহমেদ, খুলনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হেদায়েৎ হোসেন মোল্লা, হুমায়ুন কবির।
বিডি-প্রতিদিন/ ই-জাহান