জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। কিন্তু শিক্ষার্থী যাতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো অশুভ শক্তির দ্বারা অনুপ্রেণিত বা প্রলুদ্ধ না হতে সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানরা কোথায় যায় কী করে এ বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখতে হবে।
রাজধানীর আহসানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
নিজ পরিবার, সমাজ ও দেশের অকল্যাণকর কোনো কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত না হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।
‘দৈনিক বাংলা এই প্রজন্মের কথা, আমাদের কাছে অভিভাবকদের প্রত্যাশা’ শীর্ষক সভায় আহ্সানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আ ম ম সফিউল্লাহ'র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ এস এম আতিকুর রহমান, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশিদ সিআইপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. এস রেজা চৌধুরী দৈনিক বাংলা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু প্রমুখ।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৮/এনায়েত করিম