রাজধানীর খিলগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ মে) রাত ৯টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর ই ব্লকের রাস্তায় এ ঘটনা ঘটে। তবে জাকিরের বিস্তারিত তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, রাস্তায় পড়ে থাকতে দেখে জাকিরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন নারী পথচারী রাহিমা। কিন্তু এখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জাকিরের বুকের ডান পাশে ছুরিকাঘাত ছিল।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/হিমেল