জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকা ও সন্দেহজনক লেনদেনে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের ডাকে সাড়া দিয়ে দুদকে হাজির হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানী সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হন তিনি।
দুদক সূত্র জানা গেছে, গত ২ এপ্রিল তাবিথ আউয়াল ও বিএনপির জ্যেষ্ঠ সাত নেতাসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন