খুলনা সিটি করপোরেশন নির্বাচনের বাকি আর মাত্র ৭দিন। নির্বাচনী প্রচারণায় শেষ দিকে এসে খুলনা এখন উৎসবের নগরীতে রূপ নিয়েছে। আর এই প্রচারণার উৎসবে নতুন মাত্রা যোগ করেছে বড় দুই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি। প্রার্থীদের পাশাপাশি তারাও দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন।
বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকাল থেকে নগরীর বয়রা, সেনাডাঙ্গা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কলাবাগান, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে এই নির্বাচনের মাধ্যমে। গণতন্ত্রের বিজয়ের জন্য ভোটের মাধ্যমে জনগণকে নতুন মেয়র বেছে নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
অপরদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এখন থেকেই সিটি করপোরেশন পরিচালনার পরিকল্পনা শুরু করেছেন। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে আসন্ন বাজেটের আগেই সরকারের কাছে প্রকল্প দাখিল করতে চাই। এই বাজেটে খুলনা সিটি করপোরেশনের উন্নয়নের জন্য বরাদ্দ সঠিকভাবে গ্রহণ করবে সরকার। বিজয়ী হলে থেমে যাওয়া খুলনা সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড শুরু করতে এক মুহূর্তও দেরি করতে চান না তিনি।
দলীয় সমর্থিত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সাথে নিয়ে তিনি আজ সকাল থেকে নগরীর ২০ নং ওয়ার্ডের পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট মোড়, ফারাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৮/ফারজানা