জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি মহাকাশ জয় করেছেন। কিন্তু মানুষের মন জয় করতে পারেননি। মানুষের মন জয় করেছে জাতীয় পার্টি।
শনিবার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রমুখ।
জাতীয় পার্টির (জেপি) নেতা মাহবুবুর রহমান লিপটন, বগুড়া থেকে নির্বাচিত সাবেক এমপি বিএনপি নেতা এটিএম আমিনুল ইসলাম পিন্টু, ব্যবসায়ী প্রকৌশলী মহিউদ্দিন বাবুর নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন