সরকারের স্থিতিশীলতা ও ধারাবাহিকতার জন্য গত নয়বছরে দেশে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে সিটি ফাউন্ডেশন ১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে বৈশ্বিক মন্দা স্বত্ত্বেও আমাদের রেমিট্যান্স, রফতানি এবং প্রবৃদ্ধি অব্যহত ছিল।’
আরলিংকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরষ্কার’-এর উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটিবাংলাদেশএনএ’র ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি অফিসার এন রাজাশেকারান শেখর, সাজেদা ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক জাহিদা ফিজ্জা কবির, ক্রেডিট অ্যান্ড ডেভলপমেন্ট ফোরাম-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রিফর্ম এ্যাডভাইজার এস.কে. সূর চৌধুরী, রাশেদা কে. চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম