রাজধানীর দারুস সালামে পুলিশের সহকারী উপ-পরির্শক (এএসআই)-এর স্ত্রী শাহানা আলম খান বিউটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ছিঁচকে চোরের হাতেই খুন হয়েছেন বিউটি। খুনীর নাম আরাফাত তালুকার (১৭)।
শুক্রবার রাতে ধামরাই থেকে গ্রেফতারের পর আরাফাত পুলিশকে জানিয়েছে, কেবল চুরির উদ্দেশ্যেই তিনি ওই বাসায় গিয়েছিল। হাত-পা-চোখ বেঁধে বিউটির মুখে স্কচটেপ লাগিয়ে দিয়েছিল। সে সময় বিউটি শ্বাসরোধে মারা যান। তবে আরাফাতের দাবি, খুনের উদ্দেশ্যে সে ওই বাসায় ঢুকেনি।
শনিবার আরাফাত আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আরাফাতকে আমরা ধামরাই থেকে গ্রেফতার করেছি। গ্রেফতারের পরই সে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ৫ মে রাতে রাজধানীর দারুস সালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর টিনশেড বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বিউটির লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামী কামাল হোসেন পুলিশের সহকারী উপ-পরির্শক (এএসআই)। তিনি মাগুরা সদর উপজেলায় কর্মরত।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/আরাফাত