ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যানজটের টানা দুর্ভোগের সাথে এবার যোগ হয়েছে কুমিল্লার দাউদকান্দি অংশের যানজটের দুর্ভোগ। সোমবার ভোর থেকে কুমিল্লার দাউদকান্দি ও সংলগ্ন এলাকায় ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
যাত্রী ও চালকদের সূত্র জানায়, সোমবার ভোর থেকে ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দির গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মহাসড়কে আটকা পড়েছে অনেক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্য বহনকারী ট্রাকের চালক কামাল হোসেন বলেন, গত দুই দিন ফেনীতে যানজটে আটকে ছিলাম। এখন কুমিল্লা অংশে এসে আটকা পড়েছি।
কুমিল্লা থেকে ঢাকাগামী বাস যাত্রী রাশেদুল ইসলাম ফরহাদ বলেন, বেলা ১১টায় কুমিল্লা থেকে যাত্রা করেছি। ৩ ঘণ্টায় দাউদকান্দির গৌরিপুরে পৌঁছেছি। গাড়ি চলছে পিঁপড়ার গতিতে।
হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত ৩ দিন ধরে দাউদকান্দিতে বড় ধরনের কোনো যানজট ছিল না। সোমবার ভোর থেকে কিছুটা যানজট থাকলেও তা স্থায়ী হচ্ছে না। যানবাহন ধীর গতিতে চলছে।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৮/মাহবুব