হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।তুহিন দিনার নামের ওই যাত্রী আজ সকাল সাড়ে ১০টায় BG-0088 ফ্লাইট যোগে ঢাকা থেকে ব্যাংকক যাচ্ছিল। এসময় মার্কিন ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত ও থাই বাথসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।
জানা যায়, ইমিগ্রেশন পরবর্তী বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করে ডিপার্চার যাত্রী লাউঞ্জে অপেক্ষা করার সময় তার গতিবিধি দেখে শুল্ক গোয়েন্দার সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালালে অবৈধভাবে বহন করা মুদ্রাগুলো পাওয়া যায়। যাত্রীকে ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২০,০০০ মার্কিন ডলার, ৬০০০ সৌদি রিয়াল, ২৩০ রিঙ্গিত এবং ৪৫০০ থাই বাথ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ১৮,৩৩,৭০০ (আঠার লক্ষ তেত্রিশ হাজার সাতশত) টাকা।
জিজ্ঞাসাবাদে তুহিন দিদার জানান, তিনি একজন ব্যাবসায়ী। বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে থাইল্যান্ডে নিয়ে যাচ্ছিলেন তিনি। বিস্তারিত তথ্যের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে তিনি এভাবে ১০-১১ বার মুদ্রা বহন করেছিলেন বলেও স্বীকার করেন।
এদিকে, আইন ভঙের কারণে আটককৃত যাত্রীকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একইসাথে অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার