রাজধানীতে এবার বেপোয়ারা ট্রাকের চাপায় কালু দাস (৫০) নামে সিটি কপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর হাত-পা থেঁতলে গেছে। সোমবার (১৪ মে) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর দয়াগঞ্জ সুইপার কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে কালুকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ট্রাকচাপায় কালুর ডান পা ও ডান হাত একেবারে থেঁতলে গেছে। কালুর পা ও হাতটি আলাদা করতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এছাড়া তার মাথায়ও জখম রয়েছে।
বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/হিমেল