যমজ পুত্রসন্তানের বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার দিবাগত রাত ১২টা ৩২ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা।
বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানা গেছে। রেলমন্ত্রীর পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০১৬ সালের মে মাসে কন্যা সন্তানের বাবা হন মুজিবুল হক।
এদিকে, রেলমন্ত্রী মজিবুল হক বলেন, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তাদের যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়তে পারি।
বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/হিমেল