রাজধানীর শাহবাগ ফুটওভারব্রিজে ছুরিকাঘাতে নুরুন্নবী নামে এক কসমেটিক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, সকালে বারডেম ফুট ওভার ব্রিজে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ছুরিকাঘাতে কসমেটিক ব্যবসায়ী নুরুন্নবী আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, অপর ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট শিহাব মামুন আসামিকে হাতেনাতে আটক করেন।
বিডি প্রতিদিন/ ১৫ মে ২০১৮/ ওয়াসিফ