আইন অনুযায়ী খালেদা জিয়া আজ জামিন পাওয়ার কথা ছিল। সময়ক্ষেপণ করতেই অ্যাটর্নি জেনারেল নতুন করে শুনানি করেছেন। তার এরকম আচরণ দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের শুনানি মুলতবির পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, আজকে খালেদা জিয়া নিশ্চিত জামিন পেতেন। কিন্তু শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল নতুন করে শুনানির কথা বললে সব ভেস্তে যায়।
এর আগে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আরো শুনানির আবেদন করেন। এই আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা না করে দুপুর ১২টায় অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেন। পরে দুপুর ১২টায় নির্ধারিত সময়েই শুনানি শুরু হয়।
পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে আগামীকাল বুধবার রায় ঘোষণা করবেন বলে জানান আদালত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন