আসন্ন রমজানে নগরবাসীর ভোগান্তি লাঘবে চলমান রাস্তা সংস্কার কাজ দুই থেকে চার দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে বর্ষা মৌসুম শেষের আগে নতুন কোনো রাস্তা কাটার অনুমতি দেয়া হবে না বলেও জানান তিনি।
রমজান মাসে যানজট সহনীয় রাখতে করণীয় ঠিক করতে বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে মঙ্গলবার নগর ভবনের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়।
মেয়র বলেন, পুরান ঢাকাসহ যেসব স্থানে রাস্তা সংস্কারের কাজ চলছে তা ২ থেকে ৪ দিনের মধ্যেই শেষ করতে হবে। অন্তত চলাচল উপযোগী করতে হবে। প্রকৌশল বিভাগ তা বাস্তবায়ন করবে।
সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস যত্রতত্র দাঁড়াতে পারবে না। রাস্তার মোড়ের বাম পাশে দাঁড়াতে পারবে না রিকশা, লেগুনা ও টেম্পু। এর পাশাপাশি ট্রাক ও কাভার্ডভ্যান নির্ধারিত সময়ে রাজধানীতে প্রবেশ ও বের হবে। ডিএমপি তার বাস্তবায়ন করবে বলেও সিদ্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৮/মাহবুব